ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৩:২৩:১৯
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করা হচ্ছে শিগগিরই। চলতি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

এর আগে চলতি বছরের জানুয়ারির মধ্যে এই মিড ডে মিল চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কার্যক্রম শুরু না হওয়ায় প্রশ্ন উঠলে উপদেষ্টা জানান, পুরনো বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) এর তথ্য অনুযায়ী প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) তৈরি করা হয়েছিল। পরে নতুন পরিসংখ্যানে দেখা যায়, অনেক জেলার দরিদ্র এলাকার চিত্র বদলে গেছে। ফলে প্রকল্পটি আবার নতুন করে সংশোধন করে একনেকে উপস্থাপন করতে হয়েছে। এতে কিছুটা বিলম্ব হয়।

তিনি আরও বলেন, “প্রকিউরমেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করছি, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই আমরা মিড ডে মিল চালু করতে পারবো।”

এই মিড ডে মিলের আওতায় শিক্ষার্থীদের জন্য থাকবে ডিম, মৌসুমি ফল, বিস্কুট, দুধসহ মোট পাঁচ ধরনের পুষ্টিকর খাবার। উপদেষ্টার মতে, এই উদ্যোগ শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতিও বাড়াবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে