ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ট্রাম্পের ঘোষণা: কিছু দেশের জন্য শুল্ক ছাড়

২০২৫ সেপ্টেম্বর ০৮ ০৯:০৯:৩৪
ট্রাম্পের ঘোষণা: কিছু দেশের জন্য শুল্ক ছাড়

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত কয়েকটি ব্যবসায়িক অংশীদারের জন্য আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শিল্পপণ্য—যেমন নিকেল, স্বর্ণ, অন্যান্য ধাতু, ঔষধ ও রাসায়নিক যৌগ—সংক্রান্ত বাণিজ্য চুক্তি করবে, তারা শুল্ক অব্যাহতি সুবিধা পাবে।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাত মাস আমদানি শুল্ক বাড়িয়ে বৈশ্বিক বাণিজ্যে চাপ সৃষ্টি করেছিলেন। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়। তবে সর্বশেষ আদেশে তিনি শুল্ক কমানোর মাধ্যমে “সারিবদ্ধ অংশীদারদের” জন্য সুযোগ রাখলেন।

৪৫টির বেশি পণ্যে শূন্য শুল্ক

নতুন আদেশে ৪৫টিরও বেশি পণ্যের ক্যাটাগরিতে শূন্য আমদানি শুল্কের ঘোষণা দেওয়া হয়েছে। এই সুবিধা শুধুমাত্র সেসব দেশের জন্য প্রযোজ্য হবে, যারা ট্রাম্পের আরোপিত ‘পারস্পরিক শুল্ক’ এবং ধারা ২৩২-এর অধীনে আরোপিত কর কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঠামোগত চুক্তি করবে।

হোয়াইট হাউস জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য চুক্তি—বিশেষত জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের সঙ্গে করা চুক্তির—সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে। আদেশ অনুযায়ী, নতুন শুল্ক ছাড় সোমবার থেকেই কার্যকর হবে।

গুরুত্বপূর্ণ খনিজ ও ওষুধে ছাড়

• যেসব পণ্য শুল্ক ছাড়ের আওতায় আসছে তার মধ্যে রয়েছে—

• গ্রাফাইট ও বিভিন্ন ধরনের নিকেল (স্টেইনলেস স্টিল ও ইলেকট্রিক গাড়ির ব্যাটারির মূল উপাদান)

• স্বর্ণ আমদানি (গুঁড়া ও বার আকারে)

• জেনেরিক ঔষধের কিছু উপাদান (যেমন এনেস্থেটিক লিডোকেন ও ডায়াগনস্টিক যৌগ)

এছাড়া প্রাকৃতিক গ্রাফাইট, নিওডিমিয়াম ম্যাগনেট এবং এলইডি’ও শুল্কমুক্ত হবে। তবে কিছু নির্দিষ্ট প্লাস্টিক ও পলিসিলিকন (সোলার প্যানেলের মূল উপাদান) আগের মতোই শুল্কের আওতায় থাকবে।

ভিন্ন চিত্রে কিছু দেশ

সুইজারল্যান্ডের মতো কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো বাণিজ্য চুক্তি করতে পারেনি। ফলে তাদের স্বর্ণ আমদানির ক্ষেত্রে ৩৯% শুল্ক বহাল থাকছে, যা দেশটির জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, এই নতুন আদেশের ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি, বাণিজ্য বিভাগ এবং কাস্টমস সহজে শুল্ক মওকুফের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে, নতুন করে আর কোনো নির্বাহী আদেশের প্রয়োজন হবে না।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে