ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

একাদশে ভর্তি নিয়ে বড় ঘোষণা, নিয়ম ভাঙলেই বাতিল

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১০:৫১:৩৮
একাদশে ভর্তি নিয়ে বড় ঘোষণা, নিয়ম ভাঙলেই বাতিল

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

গতকাল (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের কলেজে গিয়ে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে পারবে। ভর্তি নিশ্চিত করতে হবে ভর্তির ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) থেকে পিডিএফ ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে।

সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভর্তির ফি নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না এবং প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত তার ওপর।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে:

ঢাকা মহানগর (বাংলা/ইংরেজি ভার্সন): ৫,০০০ টাকা

মেট্রোপলিটন এলাকা (ঢাকা ছাড়া): ৩,০০০ টাকা

জেলা শহর: ২,০০০ টাকা

উপজেলা/মফস্বল: ১,৫০০ টাকা

নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে:

ঢাকা মহানগর (বাংলা ভার্সন): ৭,৫০০ টাকা

ঢাকা মহানগর (ইংরেজি ভার্সন): ৮,৫০০ টাকা

মেট্রোপলিটন (ঢাকা ছাড়া, বাংলা): ৫,০০০ টাকা

মেট্রোপলিটন (ঢাকা ছাড়া, ইংরেজি): ৬,০০০ টাকা

জেলা শহর (বাংলা): ৩,০০০ টাকা

জেলা শহর (ইংরেজি): ২,৫০০ টাকা

উপজেলা/মফস্বল (বাংলা): ২,৫০০ টাকা

উপজেলা/মফস্বল (ইংরেজি): ৩,০০০ টাকা

ভর্তির পর শিক্ষার্থীকে অন্য কলেজে যেতে হলে বোর্ডের পূর্বানুমতি ছাড়া ছাড়পত্র (টিসি) ইস্যু বা গ্রহণ করা যাবে না।

ছাড়পত্রের মাধ্যমে ভর্তি হলে, ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ সব কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে