ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

'সুপার ব্লাড মুন' আজ, দেখে নিন সময়সূচি

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১০:৪০:০১
'সুপার ব্লাড মুন' আজ, দেখে নিন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : এ বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটবে আজ, ৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে। এটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে—আকাশ মেঘমুক্ত থাকলে।

চন্দ্রগ্রহণটি চলবে ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। মোট স্থায়িত্ব হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট।

গ্রহণ শুরু ও শেষের সময় (বাংলাদেশ সময় অনুযায়ী):

পেনুম্ব্রাল গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড

আংশিক গ্রহণ শুরু: রাত ১০টা ২৭ মিনিট ০৯ সেকেন্ড

পূর্ণগ্রাস গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড

সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড

পূর্ণগ্রাস গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড

আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড

পেনুম্ব্রাল গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড

এই গ্রহণে চাঁদ সাধারণ সময়ের তুলনায় প্রায় ৭% বড় এবং ১৫% বেশি উজ্জ্বল দেখা যাবে। গ্রহণ চলাকালে চাঁদ একটি লালচে আভা ধারণ করবে—এ কারণেই একে ‘সুপার ব্লাড মুন’ বলা হয়।

এই গ্রহণটি বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ থেকে দেখা যাবে।উত্তর ও দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চল থেকে এটি দেখা যাবে না।

চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়, ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। যদি এই তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থান করে, তবে গ্রহণ পূর্ণগ্রাস হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে