ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

তবে কি নিষিদ্ধ হচ্ছে জাতীয় পার্টি! 

২০২৫ আগস্ট ৩০ ১৯:২২:৫২
তবে কি নিষিদ্ধ হচ্ছে জাতীয় পার্টি! 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে এবং জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। এর ফলস্বরূপ, তাদের বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বক্তব্য দিয়েছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জাতীয় পার্টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তাদের নিষিদ্ধের দাবির বিষয়ে যথাযথ আইনগত দিক যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "নুরুল হক নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ।"

এদিকে, ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতে আল রাজী টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশের হাতে মারধরের শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, "নুরুল হক নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার সিটিস্ক্যানেও দেখা গেছে, তার মাথার হাড় ভেঙে গেছে এবং রক্তক্ষরণ ঘটেছে, তবে তা অতি সামান্য। তার চোখ-মুখ ফোলা রয়েছে এবং চোখেও রক্ত জমে আছে।"

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শনিবার ঢাকায় বিক্ষোভ করেছে। এছাড়া ঢাকার বাইরেও দলের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে