ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

শত্রুতা ভুলে হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা!

২০২৫ আগস্ট ৩১ ১১:৪৬:২০
শত্রুতা ভুলে হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “রুমিন ফারহানার এলাকায় এসেছি, তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা।”

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবিতে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন,“রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আমাদের মধ্যে একটা বিষয়ে মনোমালিন্য হয়েছিল। তবে আমরা তার এলাকায় আসছি জেনে তিনি খোঁজ নিয়েছেন, লোক পাঠিয়েছেন এবং আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। আমরা সেটিকে সাধুবাদ জানাই এবং সাদরে গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “কেউ আক্রোশভরা ভাষায় কথা বললে আমরা গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবো। আমরা বিভাজন নয়, সংহতির রাজনীতি করি।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হাসনাত বলেন,“এই হামলা আমাদের জন্য একটি বার্তা। যদি আমরা এখনই পরিবর্তনের উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যতে আমাদের ওপরও একই ধরনের হামলা হতে পারে। আমরা তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে দেখেছি।”

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন,“আপনারা আমাদের ভাই। আপনাদেরও এই আন্দোলনের অংশ হতে হবে। পুলিশের সংস্কার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা আসবে, তারাও আপনাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে—এটা ঠেকাতে হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে