ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু

২০২৫ আগস্ট ৩১ ১০:২৯:৩৯
একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

একাদশে ভর্তির কেন্দ্রীয়ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী তৃতীয় ধাপই চূড়ান্ত আবেদন পর্যায়, এর পরে আর কোনো আবেদন গ্রহণের নিশ্চয়তা নেই। তাই এখনও যারা কলেজ পাননি, তাদের এই ধাপে আবশ্যিকভাবে আবেদন করতে বলা হয়েছে।

এর আগে ২৮ আগস্ট রাতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, আবেদন করেও ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১,৪১৮ জন।

প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছিল ২০ আগস্ট রাতে। সেই ধাপে ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন, যাদের মধ্যে ৫,৭৬৫ জন ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপে ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছেন। দেশের ৯৫ শতাংশ বৈধ কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থী পেয়েছে, তবে ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

এছাড়া, প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ পেয়েছেন, আর ৫৬ শতাংশ আবেদন করেও মাইগ্রেশনে সফল হননি।

ভর্তির নীতিমালা অনুযায়ী, এবারও তিন ধাপে আবেদন নেওয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়া শেষে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে