ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

নুরের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বড় ঘোষণা

২০২৫ আগস্ট ৩১ ১১:৩৮:৫৭
নুরের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) ঢামেকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন,“নুরের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। সিটিস্ক্যান রিপোর্ট ইতিবাচক এসেছে। গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার সব ধরণের চিকিৎসা দেওয়া হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হবে।”

ঢামেক পরিচালক জানান, নুরের শরীরে চারটি গুরুতর সমস্যা রয়েছে—নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত রয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাড়ের জোড়া লেগে যাবে এবং রক্তক্ষরণের সমস্যাও কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জানান, নুর এখনো কিছুটা ট্রমায় রয়েছেন।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে