ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

জামায়াতসহ আট ইসলামী দল নির্বাচনি সমঝোতায়! 

২০২৫ আগস্ট ৩১ ১০:২০:৪৯
জামায়াতসহ আট ইসলামী দল নির্বাচনি সমঝোতায়! 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর একটি নতুন নির্বাচনী জোট। শুরুতে আটটি ইসলামী দল এই উদ্যোগে যুক্ত থাকলেও আলোচনায় রয়েছে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি। এই জোটের লক্ষ্য—ভোটের মাঠে বিএনপির একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

নব্বইয়ের পর প্রথমবারের মতো দ্বিদলীয় বৃত্তের বাইরে জাতীয় নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে আওয়ামী লীগবিহীন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল।

ইতোমধ্যেই ইসলামী দলগুলোর বিভিন্ন সভা-সমাবেশে তাদের সম্ভাব্য জোটের রূপরেখা তুলে ধরা হয়েছে। সূত্র জানায়, তফসিল ঘোষণার পর এই জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদের বাস্তবায়ন ও নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড পর্যবেক্ষণে রেখেছে।

সম্ভাব্য ইসলামী জোটের আট দল:

১. বাংলাদেশ জামায়াতে ইসলামী

২. ইসলামী আন্দোলন বাংলাদেশ

৩. বাংলাদেশ খেলাফত মজলিস

৪. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

৫. খেলাফত মজলিস

৬. নেজামে ইসলাম পার্টি

৭. ইসলামী ঐক্যজোট

৮. খেলাফত আন্দোলন

দলগুলোর মধ্যে আদর্শগত বা আকিদাগত পার্থক্য থাকলেও, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াই’-এর যৌথ অবস্থান তাদের একসাথে কাজ করতে উৎসাহিত করছে। আলোচনায় থাকা এনসিপি, এবি পার্টি এবং গণঅধিকার পরিষদ জোটে যুক্ত হলে এই জোটের রাজনৈতিক ও সাংগঠনিক পরিসর আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় নির্বাচন না করার পক্ষে একাট্টা হয়েছে এই জোটের প্রায় সব দল। তাদের প্রধান দাবি—জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,“ফ্যাসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এ কারণে জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে তার আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। অন্যথায় এই নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ হবে না।”

এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও ইসলামী দলগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে। তারা অভিযোগ করছেন, ভোটের পরিবেশ এখনও প্রতিযোগিতামূলক নয়, বরং একতরফা নির্বাচনের পূর্বাভাস দিচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে, ‘প্রহসনের নির্বাচন’ প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে