ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

বিএনপির অতীত ঘেঁটে তীব্র আক্রমণে সারজিস

২০২৫ আগস্ট ৩১ ১৫:৪০:০৭
বিএনপির অতীত ঘেঁটে তীব্র আক্রমণে সারজিস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বর্তমান সিভিল সোসাইটির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এই সিভিল সোসাইটি বিএনপির ঘাড়ে ভর করছে এবং বিএনপিকে আরেকটি আওয়ামী লীগে পরিণত করতে চায়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের একটি বক্তব্যের সূত্র টেনে নিজের মতামত প্রকাশ করেন।

“বাংলাদেশের সিভিল সোসাইটির ভূমিকা পর্যালোচনা না করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী হয়ে ওঠার ইতিহাস বোঝা যাবে না। ওই একই সিভিল সোসাইটি এখন বিএনপির ঘাড়ে ভর করছে। তারা বিএনপিকে আরেকটা আওয়ামী লীগ বানাতে চায়।”

তিনি মনে করিয়ে দেন, ১/১১-এর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে রিমান্ডে নিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল এবং তাকে রাজনীতি না করার মুচলেকা নেওয়া হয়েছিল—তখন সিভিল সোসাইটির কাছ থেকে কোনো প্রতিবাদ আসেনি।

সারজিস বলেন, সেই সময় দেশের স্বনামধন্য কিছু সিভিল সোসাইটি সদস্য নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিলেও তারেক রহমানের প্রতি কোনো সহানুভূতি দেখাননি। তিনি একটি ইংরেজি উদ্ধৃতি তুলে ধরেন, যেখানে এক ব্যক্তি লেখেন:“I am against torture... But why is it that when I see a recent picture of Tarique Rahman... I feel no empathy, no compassion?”

এই ধরনের অবস্থানকে “মুনাফেকি ও মতাদর্শিক পক্ষপাতদুষ্টতা” বলেই আখ্যায়িত করেন তিনি।

সারজিস আরও বলেন,“তখন তারেক রহমানের ‘চরিত্র হনন’ হয়েছিল, এখন ছাত্রনেতা ও তরুণ রাজনীতিকদের ডিলিজিটিমাইজ করা হচ্ছে। যখন তাদের ওপর স্টিমরোলার চালানো হবে, এই সিভিল সোসাইটিই তখন চুপ থাকবে। কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো আসামিকে আদালতে ডিম ছুড়ে মারা হলে, তখন মানবাধিকার নিয়ে হাহাকার শুরু হয়ে যাবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে