ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

একাত্তর ও চব্বিশ ইস্যুতে যা বললেন শিবিরের জিএস প্রার্থী

২০২৫ আগস্ট ৩১ ১৭:০৭:৫২
একাত্তর ও চব্বিশ ইস্যুতে যা বললেন শিবিরের জিএস প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, একাত্তর ও ২৪ ইস্যুকে বিভাজন করার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, “একাত্তর হলো বাংলাদেশের সকল নাগরিকের মুক্তির প্রতীক। স্বাধীনতা সবার। একাত্তরের মাধ্যমে আমরা স্বাধীন ভূমি ও স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আধিপত্যবাদের কবল থেকে মুক্তি পাইনি। ২৪ ইস্যুর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। যারা বিষয়গুলো স্পষ্ট না বুঝে পুরোনো বিভেদ নতুন করে সামনে আনছে, তাদের বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট পরিপক্ক।”

এর আগে, ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। রোববার ক্যাম্পাসে প্রচারণার সময় ফরহাদ রিটকারীকে ওয়েলকাম জানান।

ফরহাদ বলেন, “আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করার বিষয়টি খুব ভালো সংবাদ। আমি তাকে স্বাগত জানাই। ছাত্রশিবির ও আমাদের পক্ষ থেকে কোর্টের রায় এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল।”

রিট আবেদনে উল্লেখ করা হয়, ফরহাদ ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপর কীভাবে তিনি ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন, সেটি প্রশ্নবিদ্ধ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে