ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

নুরুল হক নুরের ওপর হামলায় যা বললেন তার স্ত্রী

২০২৫ আগস্ট ৩১ ১৫:৫৩:৩৬
নুরুল হক নুরের ওপর হামলায় যা বললেন তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী গণমাধ্যমের সামনে এসে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, গত ২৮ তারিখে নুরের ওপর যে হামলা হয়েছে, তা গত আট বছরের ফ্যাসিবাদী শাসনকালেও এমন নৃশংস ও ন্যাক্কারজনকভাবে ঘটেনি।

নুরের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, "আমার জীবনটা সম্পূর্ণই আলাদা, কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম।" তিনি আরও বলেন, "আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি, আমি স্তব্ধ হয়ে গেছি। এটা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।"

তিনি অভিযোগ করেন, "এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের হামলা আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগের আমলে হয়েছে।" প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে, যা আমার কল্পনা অতীত।"

নুরের শারীরিক অবস্থার বিষয়ে তার স্ত্রী জানান, চিকিৎসকরা প্রথমে ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু বর্তমানে নুরের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় এবং স্থিতিশীলও নয়। তিনি দেশবাসীর কাছে নুরের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থার দাবি করেছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে