ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ভাইরাল ভিডিওর পর ছেলে-পুত্রবধূসহ গ্রেপ্তার ৫

২০২৫ আগস্ট ৩১ ১৩:২৪:১৩
ভাইরাল ভিডিওর পর ছেলে-পুত্রবধূসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে ছেলে, পুত্রবধূ ও আত্মীয়সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় উঠে।

সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে শনিবার (৩০ আগস্ট) বিকেলে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

নজরুল ইসলাম (৪৫) — ভুক্তভোগী বৃদ্ধার ছেলে

সোনালী খাতুন (৪০) — পুত্রবধূ

মনিরুজ্জামান (৪২) — ছেলের শ্যালক

ফরিদা খাতুন (৩৮) — শ্যালিকা

মুরশিদা খাতুন (৩৬) — আত্মীয়

শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয়দের বাধার মুখে পড়ায় সেনাবাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

ভিডিওতে দেখা যায়—প্রথমে বৃদ্ধা মা কাঞ্চন খাতুনকে তাঁর পুত্রবধূ টেনে হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করছেন। এরপর তার ছেলে নজরুল ইসলাম এসে মাকে গলা চেপে ধরেন এবং একাধিকবার আছাড় মারার চেষ্টা করেন। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে সাহায্য চাচ্ছেন, কিন্তু কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।

বৃদ্ধার ছোট মেয়ে আম্বিয়া খাতুন বলেন,"কে যেন ভাবিকে বলেছিল মা নাকি তাকে কিছু বলেছে। এরপরই ভাবি মাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। পরে ভাই এসে মাকে গলা টিপে ধরে, এমনকি আছাড় দেয়। মায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমি এই পাশবিক নির্যাতনের বিচার চাই।"

তিনি আরও জানান, ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন,“বৃদ্ধাকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযুক্তদের আটক করা হয়। এরপর সেনা ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।”

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান,“বৃদ্ধা মাকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।”

এই ঘটনা শুধু একটি পরিবারিক কলহ নয়—এটি সামাজিক ও নৈতিক অধঃপতনের প্রতিচ্ছবি। একজন মা, যিনি সন্তানের জন্য জীবনের সবকিছু উৎসর্গ করেছেন, সেই মা-ই যদি পরিণতিতে তারই সন্তানের হাতে নির্যাতনের শিকার হন—তাহলে প্রশ্ন ওঠে আমাদের মানবতা, মূল্যবোধ ও পারিবারিক বন্ধনের ওপর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে