ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

কার্ড ইস্যুতে ইসলামী ব্যাংকের নতুন মাইলফলক 

২০২৫ আগস্ট ৩১ ১৯:৫২:২১
কার্ড ইস্যুতে ইসলামী ব্যাংকের নতুন মাইলফলক 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র জন্য সফলভাবে স্থানীয়ভাবে তৈরি একটি আধুনিক কার্ড পারসোনালাইজেশন সিস্টেম (কোনা-সিপিএস) বাস্তবায়ন করেছে কোনা সফটওয়্যার ল্যাব লিমিটেড। এই অর্জনের মধ্য দিয়ে দেশের ব্যাংকগুলো এখন বিদেশি সফটওয়্যার ছাড়া নিজস্বভাবে কার্ড ইস্যু করতে পারবে।

প্রথম গ্রাহক হিসেবে, ইসলামী ব্যাংক এই সিস্টেম ব্যবহার করে টাকা পে, ভিসা, মাস্টারকার্ড ও ইউনিয়নপে-এর মতো আন্তর্জাতিক স্কিমে ইএমভি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক ও বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা।

কোনা সফটওয়্যার ল্যাবের বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলীরা এ প্রযুক্তি তৈরি করেছেন। এটি দেশে প্রথমবারের মতো একটি স্থানীয়ভাবে উন্নয়নকৃত বিশ্বমানের কার্ড পারসোনালাইজেশন সিস্টেম, যা বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমাবে, সময় বাঁচাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

কোনা সফটওয়্যার ল্যাবের চিফ বিজনেস অফিসার সিরাজ সিদ্দিকী বলেন,“বাংলাদেশ এখন শুধু বিদেশি প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং উদ্ভাবকও। এ প্রযুক্তি দেশের ডিজিটাল পেমেন্ট খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।”

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ উদ্যোগকে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন বলেন, এই প্রযুক্তি ব্যাংকের ডিজিটাল কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে।

ভবিষ্যৎ পরিকল্পনা:কার্ড উৎপাদন কারখানা ও পারসোনালাইজেশন ব্যুরো স্থাপন,কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম,টোকেনাইজেশন সেবা চালু

কোনা সফটওয়্যার ল্যাব ইতোমধ্যে নেক্সাসপে, নগদ, রেইনবো সহ আরও কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পূর্ণ প্রযুক্তিগত সমাধান দিচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে