ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

২০২৫ আগস্ট ১৮ ১৬:৫২:৩১
এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনের সময় অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এই সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। আদেশে সই করেছেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

সাধন কুমার কুন্ডু – অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট

আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান – অতিরিক্ত কমিশনার, কাস্টমস হাউস, মোংলা

সানোয়ারুল কবির – যুগ্ম কমিশনার, ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম

সাইদুল ইসলাম – উপকমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারির পর এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারী এর বিরোধিতা করে আন্দোলনে নামেন। ওই আন্দোলনের অংশ হিসেবে তারা অফিসিয়াল কার্যক্রমে বাধা দিয়েছেন এবং সহকর্মীদের কাজ বন্ধে উসকানি দিয়েছেন—এমন অভিযোগে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

১২ মে ঘোষিত অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্তের পরপরই ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে সংগঠিত হয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ‘যৌক্তিক সংস্কার ও অংশগ্রহণমূলক নীতিনির্ধারণ’-এর দাবিতে আন্দোলনে নামেন।

মে-জুন মাসজুড়ে কর্মবিরতি পালন করা হয়, এমনকি ২৮-২৯ জুন সারাদেশে এনবিআরের সব অফিসে কার্যক্রম বন্ধ রাখা হয়। ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হলেও এর পরপরই শুরু হয় শাস্তিমূলক ব্যবস্থা।

এর আগে তিনজন এনবিআর সদস্য, একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এনবিআরের ২ সদস্যসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে, যাদের অধিকাংশই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে