ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

২৫ লক্ষ টাকায় একটি বাটন ফোন! 

২০২৫ আগস্ট ১৩ ০৯:৪৭:৩৯
২৫ লক্ষ টাকায় একটি বাটন ফোন! 

নিজস্ব প্রতিবেদক : একবিংশ শতাব্দীতে যেখানে স্মার্টফোনের দুনিয়া চলছে ফোল্ডেবল ডিসপ্লে, এআই ক্যামেরা আর অতি দ্রুত প্রসেসর নিয়ে প্রতিযোগিতায়, সেখানে যদি শোনেন—একটি সাধারণ বাটন ফোনের দাম ২৫ লক্ষ টাকা, তাহলে চোখ কপালে ওঠারই কথা।

এই বিলাসবহুল ফোনটির নাম Vertu। এটি শুধুই একটি মোবাইল ফোন নয়—একটি প্রতীক, একটি স্ট্যাটাস, এক কথায় মোবাইল ফোন দুনিয়ার রাজকীয় অলঙ্কার।

Vertu-র অভিজাততা শুরু হয় এর প্যাকেজিং থেকেই। কোনো সাধারণ কার্ডবোর্ড নয়, বরং একটি হাই-এন্ড বক্স যার ড্রয়ারগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে আসে। ভিতরে থাকা প্রতিটি উপকরণ—ফোন, চার্জার, লেদার কেস—মখমলের পাউচে মোড়ানো। শুধু লেদার কেসটির দামই প্রায় ৫০ হাজার টাকা!

প্রযুক্তি নয়, আভিজাত্যই মূল

বডি ও স্ক্রিন:ফোনটির বডি তৈরি হয়েছে টাইটানিয়াম বা বিশেষ স্টেইনলেস স্টিল দিয়ে—যা সাধারণত বিমানের জন্য ব্যবহৃত হয়। স্ক্রিনটি স্যাফায়ার ক্রিস্টাল দিয়ে তৈরি, যা হীরার পরেই পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ। ফলে চাবি-পয়সার ঘষায় স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

বাটনের কারুকার্য:প্রতিটি বাটন বসানো হয়েছে রুবি পাথরের বিয়ারিংয়ের ওপর। বাটন চাপার সময় যে অনুভূতি পাওয়া যায়, তা নিখুঁত, নরম এবং একেবারে ভিন্নমাত্রার।

হাতে তৈরি:প্রতিটি Vertu ফোন ইংল্যান্ডে একজন মাত্র কারিগরের হাতে তৈরি হয়। ফোনের সিম ট্রের নিচে সেই কারিগরের স্বাক্ষর খোদাই করা থাকে—ফোনটি যেন একটি জ্যান্ত শিল্পকর্ম।

মূল রহস্য প্রযুক্তির নয়, সেবার

Vertu Concierge:ফোনের পাশে থাকা একটি রুবি বাটন চাপলেই পাওয়া যাবে ২৪/৭ ব্যক্তিগত সহকারী। প্রাইভেট জেট বুকিং থেকে শুরু করে রেয়ার কনসার্টের টিকিট সংগ্রহ—সবই সম্ভব এই এক চাপে।

Vertu Life:এই সেবার মাধ্যমে ব্যবহারকারী প্রবেশাধিকার পান বিশ্বের সর্বোচ্চ স্তরের এক্সক্লুসিভ ক্লাব, পার্টি ও ফ্যাশন ইভেন্টে। এটি শুধুই ফোন নয়, এক অভিজাত গোষ্ঠীর সদস্যপদ।

Vertu-এর চাহিদা এতটাই বেশি যে এর উচ্চমানের নকলও বাজারে পাওয়া যায়, যার দাম প্রায় এক লক্ষ টাকা! কিন্তু আসল Vertu-এর ফিনিশিং, চামড়ার গুণমান এবং সার্ভিস কোনো নকলেই মেলে না।

Vertu তাদের জন্য নয় যারা সেরা প্রযুক্তি চান, বরং তাদের জন্য যারা বিলাসিতা, মর্যাদা এবং এক্সক্লুসিভ অভিজ্ঞতার খোঁজ করেন। এটি ২৫ লক্ষ টাকার প্রযুক্তি নয়, বরং ২৫ লক্ষ টাকার সম্মান, শিল্প, এবং লাইফস্টাইল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে