ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাবি শিক্ষার্থী ও স্কুলছাত্রীকে নিয়ে রহস্য, যা বললেন প্রক্টর

২০২৫ আগস্ট ১২ ১৭:৪০:৩৩
ঢাবি শিক্ষার্থী ও স্কুলছাত্রীকে নিয়ে রহস্য, যা বললেন প্রক্টর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ ভবনের পেছনে সন্দেহজনক অবস্থায় এক কলেজপড়ুয়া ছাত্র এবং এক স্কুলছাত্রীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে গিয়ে উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাবলিকিয়ান’ নামে একটি পেইজ থেকে করা এক পোস্টে দাবি করা হয়, আটক শিক্ষার্থীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্যাম্পাসে এ লেভেল শিক্ষার্থী এবং অন্যজন রাজধানীর একটি স্কুলের ছাত্রী। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টরিয়াল সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার স্বার্থে সন্দেহজনক কিছু দেখলে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি। এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের নাম, পরিচয় বা প্রতিষ্ঠানের নাম নিয়ে অনলাইনে যেকোনো ধরনের বিভ্রান্তিকর ও অসম্মানজনক প্রচার আইনগতভাবে অপরাধ বলে গণ্য হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করেছে, যাচাই না করে কাউকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব না ছড়াতে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে