ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

আহমেদীয়ার এমডির ৫০ কোটি টাকার ভবন ক্রোক

২০২৫ আগস্ট ১২ ১২:১৮:০৯
আহমেদীয়ার এমডির ৫০ কোটি টাকার ভবন ক্রোক

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকের আমানত আত্মসাৎ করে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগে আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের মালিকানাধীন একটি ১০ তলা বাণিজ্যিক ভবন ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ভবনটি রাজধানীর কাফরুল থানার ইব্রাহিম মৌজায় অবস্থিত এবং এর বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। ‘ইউরো স্টার টাওয়ার’ নামে পরিচিত এই ভবন বর্তমানে আদালতের নির্দেশে বাজেয়াপ্ত রয়েছে।

সিআইডি সূত্র জানায়, ২০০৫ সালে ‘আহমেদীয়া বহুমুখী সমবায় সমিতি’ নামে নিবন্ধন (নং ৬৪৮) নিয়ে কার্যক্রম শুরু করেন মনির আহমেদ। এক বছর পর নাম পরিবর্তন করে নতুন নামে কার্যক্রম চালিয়ে যান। সমবায়ের নিয়ম অনুযায়ী শুধুমাত্র সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার কথা থাকলেও, তিনি নিয়ম ভেঙে সাধারণ মানুষের কাছ থেকেও আমানত নিতে শুরু করেন।

অধিক মুনাফার লোভ দেখিয়ে রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, বনানী, মহাখালী ও কাফরুল এলাকা থেকে অন্তত ১,০০০ থেকে ১,১০০ জনের কাছ থেকে মোট ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রাথমিক তদন্তে উঠে আসে, আত্মসাৎ করা অর্থ দিয়ে মনির আহমেদ নিজের নামে জমি ও স্থাবর সম্পত্তি কেনেন। তদন্তে ‘ইউরো স্টার টাওয়ার’ ভবনের খোঁজ পেয়ে আদালতে আবেদন করে সিআইডি। এরপর ২০২৫ সালের ১৬ জুলাই মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ভবনটি ক্রোকের আদেশ দেন।

এ ঘটনায় ২০২৩ সালের ১৯ নভেম্বর কাফরুল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২) ও ৪ ধারায় একটি মামলা (নম্বর ২৫) দায়ের করা হয়।

বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে