ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রগতি লাইফের সাড়ে ৪৭ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

২০২৫ আগস্ট ১২ ২২:৪৯:১৭
প্রগতি লাইফের সাড়ে ৪৭ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪৭ কোটি ৬৩ লাখ টাকার বিনিয়োগ পুনরুদ্ধার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষক। নিরীক্ষকের মতে, এই পরিমাণ অর্থ কোম্পানির জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত ২০২৪ সালের নিরীক্ষকের মতামতে বলা হয়েছে, প্রগতি লাইফের অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৯৫.৩৯ কোটি টাকার আমানত এবং ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডে ৯৮.৫০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। এছাড়া, যমুনা রিসোর্ট লিমিটেডেও ৭৯.৮০ লাখ টাকার অগ্রিম ও আমানত রয়েছে। এর মধ্যে ৪৭.৬৩ কোটি টাকার বিনিয়োগের পুনরুদ্ধার নিয়ে নিরীক্ষক সন্দেহ প্রকাশ করেছেন।

এই উদ্বেগ সত্ত্বেও, প্রগতি লাইফ ঝুঁকিপূর্ণ এই বিনিয়োগগুলোর বিপরীতে মাত্র ৬.৭০ কোটি টাকা প্রভিশন রেখেছে। তবে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী পাঁচ বছরের মধ্যে পুরো প্রভিশন রাখার পরিকল্পনা অনুমোদন করেছে এবং অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে।

নিরীক্ষা প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রগতি লাইফের কিছু আমানত সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে, যেমন: পদ্মা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, আইআইডিএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল। এই প্রতিষ্ঠানগুলোতে জমা টাকার পরিমাণ ১.৩৫ কোটি থেকে ১০.৪৩ কোটি টাকা পর্যন্ত।

ইউনিট ফান্ড নিয়ে বিএসইসি'র উদ্বেগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডটি ইউনিভার্সাল ফাইনান্সিয়াল সলিউশনস (ইউএফএস) লিমিটেড পরিচালনা করে, যাদের বিরুদ্ধে মিউচুয়াল ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিএসইসি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) উভয়েই ফান্ড ম্যানেজারটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

২০২৪ সালের জন্য প্রগতি লাইফ ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম ৭০ শতাংশ বেড়ে ১৩৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে