ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

সশস্ত্র বাহিনীর বিমা করতে চায় সেনা ইনস্যুরেন্স, বিআইএর বিরোধিতা

২০২৫ আগস্ট ১২ ২০:১০:১৭
সশস্ত্র বাহিনীর বিমা করতে চায় সেনা ইনস্যুরেন্স, বিআইএর বিরোধিতা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা ইনস্যুরেন্স পিএলসি সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিমা সেবা দেওয়ার অনুমতির জন্য আবেদন করেছিল। তবে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) এর পরিবর্তে সেনা ইনস্যুরেন্সের এই আবেদন নিয়ে বিবাদ তৈরি হয়েছে। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এই প্রস্তাবকে যৌক্তিক মনে করছে না এবং এর বিরুদ্ধে মত প্রকাশ করেছে।

সম্প্রতি বিআইএ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কে একটি চিঠি প্রেরণ করেছে, যেখানে তারা দাবি করেছে যে, বিমাকে সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিকেন্দ্রিক ভাগে বিভক্ত করা যৌক্তিক নয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নন-লাইফ বিমা কোম্পানির স্বার্থ এখানে জড়িত থাকলেও, মাত্র কয়েকটি নির্বাচিত কোম্পানির কাছ থেকে মতামত নেয়া হয়েছে, যা প্রশ্নের মুখে ফেলেছে এই প্রক্রিয়াটিকে। এছাড়া, বীমা করপোরেশন আইন, ২০১৯-এর ১৬ (১) ধারায় স্পষ্ট বলা হয়েছে যে, নন-লাইফ বিমা পলিসি অবলিখনের একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে সাধারণ বীমা করপোরেশন। এই প্রেক্ষাপটে সেনা ইনস্যুরেন্সের আবেদনকে বিআইএ দ্বিমত প্রকাশ করেছে।

সেনা ইনস্যুরেন্স সাধারণ বীমার পরিবর্তে সশস্ত্র বাহিনী ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিমা সেবা প্রদানের অনুমতি চেয়ে আবেদন করেছে। এরপর আইডিআরএ বিমামালিকদের সংগঠন বিআইএসহ সকল স্টেকহোল্ডারের কাছে মতামত চেয়েছে। এই প্রসঙ্গে বিআইএ তাদের উদ্বেগ ব্যক্ত করেছে যে, বিমাকে সরকারি বা বেসরকারি বিভাগে বিভক্ত করা মোটেও যুক্তিযুক্ত নয়।

আইডিআরএর পরামর্শক সাইফুন্নাহার সুমি বলেন, বিআইএসহ বিমা খাতের সকল স্টেকহোল্ডারের মতামত সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং এখনও সব মতামত পাওয়া যায়নি। সমস্ত মতামত হাতে আসার পর আইডিআরএ উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে