ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

ডা. তাহের জানালেন জামায়াত আমিরের বর্তমান অবস্থা

২০২৫ আগস্ট ১২ ১২:২৯:০৮
ডা. তাহের জানালেন জামায়াত আমিরের বর্তমান অবস্থা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খবর জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন।”

আজ মঙ্গলবার (১২ আগস্ট) গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে জামায়াত আমির বাসায় ফেরার আগে ডা. তাহের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. তাহের জানান, “আমরা এখন উনাকে বাসায় নিয়ে যাবো। তিনি রুটিনমাফিক দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন। আল্লাহর সাহায্যে তিন সপ্তাহ পর জনসন্মুখে আসবেন এবং দেশের জন্য, জাতির জন্য কাজ করতে পারবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বহু দেশের চিকিৎসার প্রস্তাব থাকা সত্ত্বেও আমির বাংলাদেশেই চিকিৎসা করাতে আগ্রহ প্রকাশ করেছেন। সফল অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। রিকভারি প্রক্রিয়া খুবই ভালো চলছে।”

ডা. তাহেরের কথায়, “সারা দেশে এবং বিদেশ থেকেও হাজার হাজার মানুষ উনার জন্য ফোনে দোয়া করেছেন। অনেক মা-বোন রোজা রেখেছেন, কান্না করেছেন, নফল ইবাদত করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।”

জামায়াত আমিরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দলের প্রতিনিধি ডা. শহীদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, এক মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

এর আগে, গত ২ আগস্ট শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্ট বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি কেবিনে বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসকদের সঙ্গে হাঁটাহাঁটিও করছেন। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে