ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে সিএসইসির সরাসরি তালিকাভুক্তির প্রস্তাব বাতিল

২০২৫ আগস্ট ১২ ১৯:৪৬:২২
শেয়ারবাজারে সিএসইসির সরাসরি তালিকাভুক্তির প্রস্তাব বাতিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আপাতত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সরাসরি তালিকাভুক্ত হতে পারবে না। এ সংক্রান্ত সিএসইর আবেদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত ৯৬৭তম কমিশন বৈঠকে বাতিল করেছে।

বৈঠকশেষে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিএসই কর্তৃপক্ষ তাদের ব্লক থাকা ৩৫ শতাংশ শেয়ার ডিএসইতে সরাসরি তালিকাভুক্ত করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে বেশ কিছু কারণবশত এই আবেদন মঞ্জুর হয়নি।

বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ার সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা; ২০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট ও ১৫ শতাংশ পাবলিক প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বিক্রি বা তালিকাভুক্তির প্রক্রিয়া ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়া; আবেদনকারীর মূল ব্যবসা থেকে পরিচালন মুনাফা না থাকা; আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় তথ্যপত্র বা প্রস্পেক্টাস সংযুক্ত না করা; এবং পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডার সাধারণ সভার সিদ্ধান্তের কপি জমা না দেওয়া।

এসব কারণে বিএসইসি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আবেদন অনুমোদন করেনি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে