ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

সবার আগের মনোনয়ন জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

২০২৫ আগস্ট ১২ ১৭:২৬:১০
সবার আগের মনোনয়ন জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণার আগেই ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন জুলিয়াস সিজার তালুকদার।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের সমর্থিত প্রার্থী হিসেবে জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন।

তিনি সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে সংবাদটিতে উল্লিখিত "নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ" মন্তব্যটি সঠিক না হওয়ায়, এ বিষয়ে যাচাই জরুরি। ছাত্রলীগ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈধভাবে সক্রিয় একটি ছাত্র সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দীর্ঘদিন পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে নির্বাচন হয়নি। ফলে এবারের নির্বাচন ঘিরে ছাত্ররাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

মনোনয়ন জমাদান শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ইতোমধ্যেই প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে