ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

‘আমাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না’

২০২৫ আগস্ট ১২ ১৪:২৬:০০
‘আমাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না’

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক গণসমাবেশে নতুন বাংলাদেশে বিএনপি-জামায়াত কাউকেই ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (১১ আগস্ট) বিকেলে নগরীর বাটার মোড়ে এ মন্তব্য করেন তিনি।

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নূরের এই বক্তব্যটির একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করে নুরকে নিয়ে প্রশংসা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।

নুরকে উদ্দেশ্য করে জয় লেখেন, “জনগণ ক্ষমতায় দেখতে চায় আমাদের নুর ভাইকে। উনি ক্ষমতায় এলে আমি সবচেয়ে খুশি হবো। কারণ, তিনি প্রথম প্রতিবাদী ব্যক্তি যিনি সরল ইমেজ নিয়ে মানুষের ভালোবাসার প্রতীক হয়েছেন। তবে জনগণ সম্পর্কে কারো আসল ধারণা নেই।”

আগামী নির্বাচনের সম্ভাবনা নিয়ে জয় মন্তব্য করেন, “কে ক্ষমতায় আসবে তা শুধু আল্লাহই জানেন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ছাড়া আর কারো অস্তিত্ব থাকবে না—আবার উল্টোটাও হতে পারে। আমার এলাকায় যদি আমি এমপি প্রার্থী হই, তবে সব দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে—যদি নির্বাচন সুষ্ঠু হয়। তবে ১৬ বছরের মতো ভোট হলে আমিই বাদ পড়ব। তাই কাউকে ছোট করে দেখবেন না।”

নিজ এলাকার রাজনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করেন জয়। তার দাবি, পরিবারের অনুমতি ছাড়া সেখানে কেউ এমপি হতে পারে না। “আমার দাদা মুসলিম লীগের হয়ে তিনবার এমপি ছিলেন, চাচা ৯৮% ভোটে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক থেকে শুরু করে বিএনপির নেতারাও আগে আমার দাদিকে সালাম না দিয়ে এগোতে পারতেন না,” বলেন জয়।

জয়ের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়। কেউ তাকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন, কেউ আবার সমালোচনা করছেন। একজন লেখেন, “আপনি ভোটে দাঁড়ান, আমরা পাশে আছি।”

আরেকজন মন্তব্য করেন, “এখন নতুনদের দরকার।” তবে জয়ের জবাব, “কে চায় কে না চায়, তাতে আমার কিছু যায় আসে না। আমার এলাকায় মানুষই আমাকে চায়।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে