ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

দুর্বল ব্যাংক পুনর্গঠনে ২০ হাজার কোটি টাকার তহবিল

২০২৫ আগস্ট ১২ ১০:৩৩:৪৩
দুর্বল ব্যাংক পুনর্গঠনে ২০ হাজার কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদক: দেশের দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে ২০ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ ব্যাংক। এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক নিরীক্ষা এবং নতুন আইনি ক্ষমতা ব্যবহার করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, প্রথম ধাপের কাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে কয়েকটি ব্যাংকের পুনর্গঠন সম্পন্ন করা হবে।

পরবর্তী ধাপগুলোর জন্য আরও তহবিলের প্রয়োজন হবে, যা দেশের বাজেট এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের কাছ থেকে আসবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ১.৫ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ১ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দিতে পারে।

প্রথম ধাপে যেসব ব্যাংক পুনর্গঠন করা হবে

প্রথম ধাপে পাঁচটি ব্যাংককে পুনর্গঠন করা হবে: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। দুর্বল অবস্থায় থাকা আইসিবি ইসলামিক ব্যাংক-এর ক্ষেত্রে আলাদা সমাধান প্রয়োজন হবে, কারণ এতে বিদেশি বিনিয়োগ আছে। বাকি ব্যাংকগুলো একীভূত করা হতে পারে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার টাস্ক ফোর্সের সদস্য জাহিদ হোসেন বলেন, "পুঁজির জোগান অনিবার্য। তবে যেসব ব্যাংক একীভূত হচ্ছে, তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা অবশ্যই লাভজনক হতে হবে। ডিসেম্বরের মধ্যে এই পাঁচটি ব্যাংককে একীভূত করা সম্ভব।" গভর্নর মনসুর নিশ্চিত করেছেন যে, সরকারি অর্থ বা ঋণ হিসেবে দেওয়া এই তহবিল সুদসহ ফেরত নেওয়া হবে, যাতে সরকারের কোনো লোকসান না হয়।

মূলধন ঘাটতি ও নিরীক্ষা কার্যক্রম

আন্তর্জাতিক নিরীক্ষায় দেখা গেছে, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাঁচটি ব্যাংক – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক –-এর সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা, যা এখন আরও বেড়েছে।

নতুন নিয়ম অনুযায়ী সম্পদের শ্রেণীবিভাগ এবং প্রভিশনিং সঠিকভাবে হচ্ছে কিনা, তা যাচাই করার জন্য বেসরকারি ব্যাংকগুলোতে একটি অ্যাসেট কোয়ালিটি রিভিউ (AQR) চলছে। এই ধাপে ধাপে করা নিরীক্ষায় ১৭টি বেসরকারি ব্যাংক অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের মোট ব্যাংকিং সম্পদের ৩৫ শতাংশ। প্রথম ধাপে ছয়টি ব্যাংকের নিরীক্ষা মে মাসে সম্পন্ন হয়েছে। বাকি ১১টি ব্যাংকের নিরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

নতুন আইনি ক্ষমতা ও কাঠামো

ব্যাংক খাতকে পুনর্গঠন করতে নতুন 'ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫' আনা হয়েছে। এটি মে মাসে জারি করা হয় এবং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা পেয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো তফসিলি ব্যাংক অকার্যকর প্রমাণিত হলে বাংলাদেশ ব্যাংক তাতে হস্তক্ষেপ করতে পারবে।

নতুন এই আইনের আওতায় কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকের জন্য 'ব্রিজ ব্যাংক' স্থাপন, শেয়ারহোল্ডারদের লোকসান বহন করানো, সম্পদ ও দায় স্থানান্তর, এমনকি সাময়িকভাবে ব্যাংকের মালিকানা গ্রহণ এবং একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে সম্পদ হস্তান্তর করার মতো পদক্ষেপ নিতে পারবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে