ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

বিচারকের উদ্দেশ্যে যা বললেন মেজর সাদিকের স্ত্রী

২০২৫ আগস্ট ০৭ ১৫:৪৮:০১
বিচারকের উদ্দেশ্যে যা বললেন মেজর সাদিকের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সাত দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন র‌্যাব’র সাবেক সদস্য মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন-এর জন্য। যিনি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত রয়েছেন।

ডিটেকটিভ ব্রাঞ্চ (DB)-এর তদন্ত কর্মকর্তা পরীক্ষার জন্য শনিবার বাদী হেফাজতে থেকে তাকে ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী মামলায় আদালতে হাজির করেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর, আর আসামিপক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবীরা।

তদন্ত প্রতিবেদন অনুসারে, ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন KB কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি গোপন বৈঠকে উপস্থিত থাকার অভিযোগে সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। ঐ বৈঠকে সরকারি অবসরপ্রাপ্ত, ছাত্রলীগ ও আ.লীগের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। অনুমান করা হচ্ছে এর উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা ছিল।

বাদী হেফাজতে তোলা হয় এমন অভিযোগের বিরুদ্ধে সুমাইয়া আদালতে বলেন,“সেখানে যাওয়া আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল; ইনভাইট পেয়ে গিয়েছিলাম। আর অন্য কেউ সেখানে ASP পরিচয়ে জায়গাটা বুক করেছিলেন, যা আমার উপর চাপানো হচ্ছে। অনুগ্রহ করে আমাকে রিমান্ডে না পাঠানোর অনুরোধ করছি।”

তিনি আরও যোগ করেন,“আমি নিজে এটি করেছি না। যদি কিছু জানতে চান, জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেব। দয়া করে রিমান্ড দেবেন না—আমি নির্দোষ।”

নিয়মিত বৈঠক ছিল, যেটিতে ৩০০–৪০০ জন অংশ নিয়েছিলেন এবং সেখানে বিরোধী স্লোগান ও অরাজকতা ছড়ানোর পরিকল্পনা ছিল বলে উল্লেখ করা হয়েছে ব্যাক্তি ও দলীয় স্তরে।

১৩ জুলাই, ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

২২ জন গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে কারাগারে রয়েছেন।

সুমাইয়ার স্বামী, মেজর সাদিক, আগেই সামরিক আদালতে চলমান তদন্তের দায়িত্বে ছিলেন।

সামরিক ও সাধারণ তদন্ত একসাথে সঞ্চালিত হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে