ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

মাত্র সেকেন্ডের ব্যবধানে বেঁচে গেল ১৪০ যাত্রী

২০২৫ আগস্ট ০৭ ১১:৪৭:৪৮
মাত্র সেকেন্ডের ব্যবধানে বেঁচে গেল ১৪০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক : ভারতের পুনে বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বড় আকারের একটি পাখি ইঞ্জিনে ধাক্কা দেয়, ফলে ইঞ্জিনে আগুন ধরে যায়। তখন বিমানে ১৪০ জন যাত্রী ছিলেন।

ঘটনাটি ঘটে বুধবার দুপুরে, যখন বিমানটি রানওয়েতে গতি নিচ্ছিল। পাইলট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝে জরুরি ব্রেক প্রয়োগ করে উড্ডয়ন স্থগিত করেন।

ঘটনার সময় ফ্লাইটে থাকা যাত্রী মোহাম্মদ নাদিম বলেন,"বিমানটি গতি নেওয়ার কিছু পরই দেখি ইঞ্জিন থেকে আগুন বের হচ্ছে। সঙ্গে সঙ্গেই পাইলট জোরে ব্রেক কষেন। এতটা হঠাৎ ও জোরে ব্রেক করার কারণে কিছু যাত্রীর মোবাইল পড়ে যায় এবং এক নারীর কোল থেকে একটি শিশু পড়ে যায়।"

নাদিম আরও জানান,"বিমানটি রানওয়েতে প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড চলার পর পুরোপুরি থেমে যায়।"

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারক্রাফটটিকে টেকনিক্যাল চেক এবং পরবর্তী তদন্তের জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ড স্ট্রাইক এর ফলেই এই ঘটনা ঘটে। এটি বিমান চলাচলের সময় একটি সাধারণ কিন্তু মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

পুনের এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, উড্ডয়নের আগে এবং সময়মতো নেওয়া সিদ্ধান্তই জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ১৪০ জন যাত্রীকে নিয়ে থাকা ফ্লাইটটি যেমন এক মুহূর্তে বড় দুর্ঘটনায় রূপ নিতে পারত, তেমনই দক্ষ পাইলটের উপস্থিত বুদ্ধিতে সবাই রক্ষা পেয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে