ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

‘ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে’ 

২০২৫ জুলাই ২৬ ১৫:৫০:০৭
‘ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে’ 

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন ভালো কোনো প্রতিষ্ঠান নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বাংলাদেশের ব্যাংক খাতের প্রায় ৮০ শতাংশ অর্থ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, যার পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য দেন।

অর্থ উপদেষ্টা বলেন, “মানুষগুলো রয়ে গেছে, তাদের পরিবর্তন হয়নি। অনেকে বলে সব কিছু ছেড়ে দাও, কিন্তু সেটা সম্ভব নয়। কাজ করানোর জন্য কখনো ধমক দিতে হয়, কখনো মাথায় হাত বুলাতে হয়।”

সুশাসন প্রতিষ্ঠার কঠিন বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের ক্ষমতার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। এখানে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কারে লাভ হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “গত বছর আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা দেখা দিয়েছিল। আইএমএফের প্রাথমিক হিসাব অনুযায়ী ১৮ বিলিয়ন ডলারের প্রয়োজন পড়েছিল, যা এখন বেড়ে ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি। ব্যবসায়ীরা বলছেন, আগে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন পাঁচ লাখ টাকা দিতে হয়।”

ফখরুল বলেন, “সরাসরি ও রাতারাতি সংস্কার সম্ভব নয়, এজন্য সময় লাগবে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যতীত কোনো উন্নয়ন সম্ভব নয় এবং বিলম্ব করা উচিত নয়।”

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে