ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

তাসনিমের মৃত্যুতে দুই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

২০২৫ জুলাই ২৫ ১১:৪৬:৪৭
তাসনিমের মৃত্যুতে দুই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে মারা যাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৩)-এর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছী গ্রামের বাসিন্দা, মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে মাহিয়া তাসনিম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে তার মা বিউটি আক্তারের সঙ্গে বসবাস করত।

দুর্ঘটনার সময় কলেজ ক্যাম্পাসেই ছিল মাহিয়া। বিধ্বস্ত বিমানের আগুনে তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

মাহিয়ার নানা নজরুল ইসলাম জানান, মৃত্যুর পর প্রথমে তার মরদেহ নেওয়া হয় চুয়াডাঙ্গার কুড়ালগাছী গ্রামে—যেখানে মাহিয়ার বাবার বাড়ি। সেখান থেকে শুক্রবার সকালে মরদেহ আনা হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে, তার নানাবাড়িতে। এখানেই তাকে দাফন করা হয়।

তাসনিমের মৃত্যুতে কুড়ালগাছী ও জয়পুর—দুই গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, প্রাণচঞ্চল এই কিশোরীর এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে