ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের পোশাক নির্দেশনায় হইচই

২০২৫ জুলাই ২৪ ১১:১০:০১
বাংলাদেশ ব্যাংকের পোশাক নির্দেশনায় হইচই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পোশাকবিধি নিয়ে জারি করা সাম্প্রতিক সার্কুলারটি নিয়ে উদ্ভূত বিতর্কের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি পরামর্শমূলক এবং কারও ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে নয়।

বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, “এই সার্কুলারের মাধ্যমে মাত্রাতিরিক্ত কারুকার্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করা হয়েছে। তবে অফিসে পোশাক পরিধানে কারও ব্যক্তিগত স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না।” বিবৃতিটি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে জারি করা সার্কুলারে নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না বা অন্যান্য শালীন পেশাদার পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা নিরুৎসাহিত করা হয়। এছাড়া, ফরমাল স্যান্ডেল বা জুতা এবং সাদামাটা হিজাব বা হেডস্কার্ফ পরার নির্দেশনাও দেওয়া হয়।

পুরুষদের জন্য ফরমাল শার্ট (লম্বা বা হাফহাতা) ও ফরমাল প্যান্ট পরার পরামর্শ দেওয়া হয়। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা নিরুৎসাহিত করা হয়। সার্কুলারে উল্লেখ ছিল, নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে।

সার্কুলারটি ঘিরে জনমত ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার পর বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় বিবৃতিতে জানায়, বিভিন্ন বয়স ও সংস্কৃতির কর্মীদের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে সহানুভূতিপূর্ণ ও পেশাদার পরিবেশ তৈরির লক্ষ্যেই এটি জারি করা হয়েছে।

প্রবক্তা আরিফ হোসেন খান বলেন, “এই সার্কুলারটি কেবল দিকনির্দেশনামূলক। নারী সহকর্মীদের বোরকা কিংবা হিজাব পরায় কোনও বাধ্যবাধকতা আরোপ করা হয়নি।”

বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, সার্কুলারটি বাস্তবায়নের মাধ্যমে কর্মস্থলে পোশাক পরিধানের স্বাধীনতা রক্ষা পাবে এবং একটি শালীন, সম্মানজনক ও পেশাদার কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে