ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

আল-আরাফাহ ব্যাংকের জনবল মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন

২০২৫ জুলাই ২৪ ১২:১৮:৪২
আল-আরাফাহ ব্যাংকের জনবল মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ২০২১ সালের পর এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের আওতায় এনে ৫৫০ জনকে অব্যাহতি দিয়েছে। সম্প্রতি একটি মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষায় তারা অকৃতকার্য হন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসে যে, ২০২১ সাল থেকে এন্ট্রি লেভেলের নিয়োগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফলে ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এসব নিয়োগপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হয়। মোট ১,৪১৪ জন কর্মকর্তা পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৮৬৪ জন উত্তীর্ণ ও ৫৫০ জন অকৃতকার্য হন।

ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইন অনুসরণ করে অকৃতকার্য কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক জানিয়েছে, তারা ভবিষ্যতেও দক্ষ, যোগ্য ও স্বচ্ছভাবে নির্বাচিত জনবল নিয়ে একটি আধুনিক, টেকসই ও গ্রাহককেন্দ্রিক ইসলামী ব্যাংকিং পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে