ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

সঞ্চয়পত্র ও এফডিআর: আয়কর রিটার্ন দাখিলে নতুন নির্দেশনা

২০২৫ জুলাই ২৫ ০৭:১৯:০২
সঞ্চয়পত্র ও এফডিআর: আয়কর রিটার্ন দাখিলে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সরকার সম্প্রতি ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় এবং মেয়াদি আমানত (এফডিআর) রাখার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে ছাড় দিয়েছে। একই সঙ্গে, ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে প্রকাশিত এক গেজেটে এই নতুন নিয়মগুলো সম্পর্কে জানানো হয়েছে।

এই গেজেটের ওপর ভিত্তি করে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্রের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক লুবাবা সাদিয়া নিশ্চিত করেছেন যে, "আগে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করতে হতো না, এখন সেই সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এর বেশি হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।"

সঞ্চয়পত্রের মুনাফার হার কমেছেএদিকে, গত ১ জুলাই থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন পাঁচটি জনপ্রিয় সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইআরডি। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার এখন সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হয়েছিল, যেখানে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার ছিল ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত।

মুনাফার হার কমানো হয়েছে এমন পাঁচটি স্কিম হলো:পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব।

সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপে ভাগ করা হয়েছে: প্রথম ধাপ হলো ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী এবং দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী।

তবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় পরিচালিত আরও চারটি স্কিম, যেমন—ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব—এগুলোর মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে