ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

একবার ফোন চার্জ দিলে যত টাকার বিদ্যুৎ বিল আসে 

২০২৫ জুলাই ২২ ১১:৩১:৩২
একবার ফোন চার্জ দিলে যত টাকার বিদ্যুৎ বিল আসে 

নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কথা বলা, ইন্টারনেট ব্যবহার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো—সবই চলে এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে। তবে ফোন ব্যবহারের খরচের সঙ্গে সঙ্গে অনেকেই অবহেলা করেন প্রতিদিন ফোন চার্জ দিতে যাওয়া বিদ্যুতের খরচ সম্পর্কে। সাধারণ ধারনা আছে যে, ফোন চার্জ করতে খুব বেশি বিদ্যুৎ বিল আসে না। কিন্তু বাস্তবতা জানলে অনেকে অবাক হতে পারেন।

সাধারণত মোবাইল চার্জারের শক্তি ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে থাকে। একটি সাধারণ চার্জার প্রায় ৫ ওয়াটের হয়, আর দ্রুত চার্জার ১৮ থেকে ২০ ওয়াট পর্যন্ত হতে পারে। একটি ফোন সম্পূর্ণ চার্জ হতে সাধারণত ১ থেকে ২ ঘণ্টা সময় নেয়, যা ফোনের মডেল ও চার্জারের উপর নির্ভর করে। ধরুন আপনি ১০ ওয়াটের চার্জার দিয়ে ফোনটি ২ ঘণ্টা চার্জ করেন, তাহলে বিদ্যুৎ খরচ হবে ১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট ঘণ্টা, যা ০.০২ ইউনিট বিদ্যুতের সমান।

যদি প্রতিদিন একবার ফোন চার্জ করেন, তাহলে বছরে খরচ দাঁড়াবে প্রায় ৭ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি ১০ টাকা ধরা হয়, তাহলে বছরে ফোন চার্জে খরচ হবে প্রায় ৭০ থেকে ১০০ টাকা। যদিও এই খরচ এলাকার বিদ্যুৎ হার অনুসারে পরিবর্তিত হতে পারে।

তবে খেয়াল রাখতে হবে, ফোন চার্জ শেষ হলেও চার্জার প্লাগে থাকলে বিদ্যুতের অতিরিক্ত খরচ হয়, যা "ভ্যাম্পায়ার লোড" নামে পরিচিত। এজন্য ফোন চার্জ করার পর চার্জারটি প্লাগ থেকে খুলে রাখা উত্তম। এছাড়াও পুরনো চার্জারের পরিবর্তে নতুন এবং শক্তি সাশ্রয়ী চার্জার ব্যবহার করাও বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে।

যদিও ফোন চার্জে খরচ তুলনামূলক কম, সচেতনতা না হলে তা বড় পরিমাণে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিদিনের ছোটখাটো সাশ্রয়ই বড় অর্জনে পরিণত হতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে