ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে হইচই

২০২৫ জুলাই ১৬ ১২:০৭:০০
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে হইচই

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত বার্তা হোক বা অফিসের কাজ—হোয়াটসঅ্যাপ এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি ক্রমাগত নতুন নতুন ফিচার এনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করে তুলছে। এবার হোয়াটসঅ্যাপ চালু করেছে এমন একটি ফিচার, যা বিশেষ করে গ্রুপ চ্যাটে এনেছে এক বড় পরিবর্তন।

নতুন এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন চ্যাটে প্রবেশ না করেও জানতে পারবেন, কে গ্রুপে মেসেজ টাইপ করছেন। চ্যাট লিস্টেই দেখা যাবে, কোন গ্রুপে কারা মেসেজ লেখার প্রক্রিয়ায় আছেন।

এত দিন পর্যন্ত কেউ মেসেজ টাইপ করলে তা কেবলমাত্র গ্রুপ চ্যাটের ভেতরে ঢুকলেই দেখা যেত। এখন, হোম স্ক্রিনের চ্যাট তালিকাতেই তা দেখা যাবে—যেমন: “Tareq is typing…”।

তবে কিছু সীমাবদ্ধতা এখনো রয়েছে:

একাধিক ব্যক্তি টাইপ করলে শুধু একজনের নামই দেখাবে।

ভয়েস রেকর্ড করলে টাইপিংয়ের মতো কোনো আপডেট দেখা যাবে না।

এই ফিচার কেবলমাত্র গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য; ব্যক্তিগত চ্যাটে এটি কাজ করবে না।

iOS ব্যবহারকারীরা এখনই ফিচারটি পাচ্ছেন না, এটি আপাতত কেবল অ্যান্ড্রয়েডের জন্য চালু হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আপডেট ব্যবহারকারীদের মধ্যে গ্রুপ চ্যাটের জড়তা কমাবে, এবং যোগাযোগের গতি বাড়াবে। চ্যাটের প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে চান।

ছোট মনে হলেও হোয়াটসঅ্যাপের এই ফিচার গ্রুপ যোগাযোগের ধরনে বড় পরিবর্তন আনবে। ব্যবহারকারীরা এখন আগেভাগেই জানতে পারবেন কোন আলোচনায় কে সক্রিয়, যা সময় বাঁচানোর পাশাপাশি মেসেজিংকে আরও গতিশীল করে তুলবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে