ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

পাইলট তৌকিরের মৃত্যুতে শিক্ষকের হাহাকার!

২০২৫ জুলাই ২৪ ১৭:০০:৪২
পাইলট তৌকিরের মৃত্যুতে শিক্ষকের হাহাকার!

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব এবং শিক্ষকদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

তৌকিরের শিক্ষক এবং শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমী, রাজশাহীর পরিচালক মোঃ হাবিবুর রহমান তার প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, তৌকির ষষ্ঠ শ্রেণীতে শাহীন ক্যাডেটে ভর্তি হয়েছিলেন এবং তিনি সরাসরি তার ছাত্র ছিলেন। গণিত ও ইংরেজিতে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। হাবিবুর রহমান বলেন, "আমার দেখা সেরা মেধাবী ছাত্রদের মধ্যে তৌকির ছিল অন্যতম। সে শুধু মেধাবীই ছিল না, ছিল অত্যন্ত নম্র ও ভদ্র।"

হাবিবুর রহমান আরও জানান, এক বছর কোচিং করার পরই তৌকির পাবনা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন। তার এই সাফল্যে তার মা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। পরবর্তীতে তৌকির যখন বিমানবাহিনীতে যোগ দেন, তখন তার পরিবার এবং শিক্ষকরা অত্যন্ত গর্বিত হয়েছিলেন।

দুঃখ প্রকাশ করে হাবিবুর রহমান বলেন, "একজন শিক্ষক হিসেবে ছাত্রের লাশ কাঁধে নেওয়ার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আর কোনো শিক্ষককে এমন পরিস্থিতির শিকার হতে না হয়।"

তৌকিরের বোন তাসনিয়া ইসলাম সৃষ্টিও তার ভাইয়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তার ভাই ছিলেন পরিবারের সকলের নয়নের মণি।

সুপুরা গোরস্থানে তৌকিরের জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে