ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

শিশু মাহিয়ার বিদায়েও থামছে না শোক

২০২৫ জুলাই ২৪ ১৯:৪৭:১৩
শিশু মাহিয়ার বিদায়েও থামছে না শোক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক দগ্ধ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিম ওরফে মায়া (১৫)। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

মাহিয়া উত্তরা ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। বাবা আলী বিশ্বাস ইতোমধ্যেই মৃত।এর আগে দুপুর ১টা ৫২ মিনিটে মারা যায় আরেক দগ্ধ শিশু মাহতাব রহমান ভূঁইয়া (১৪)। সে-ও মাইলস্টোন স্কুলের ছাত্র ছিল।

বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪২ জন আহত চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ছয়জনকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, বেশিরভাগের অবস্থা সংকটাপন্ন।

বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান পাওয়া যাচ্ছে।আইএসপিআর জানায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন এবং ১৬৫ জন আহত।

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৯ জন নিহত হওয়ার তথ্য জানায়। এরপর আরও দুজনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়ায়।মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষার্থী ও কর্মী মারা গেছেন। পরে বার্ন ইনস্টিটিউটে আরও দুইজনের মৃত্যুতে তারা নিহতের সংখ্যা ২৪ বলছে।

গত সোমবার দুপুরে, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ আগুনে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক শিক্ষার্থী ও কর্মী দগ্ধ হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে