ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

‘অ্যানোনিমাস মেইন পেজ’ পেজের নতুন ‘মাস্টারপ্ল্যান’ ফাঁস

২০২৫ জুলাই ২২ ১১:২৪:২২
‘অ্যানোনিমাস মেইন পেজ’ পেজের নতুন ‘মাস্টারপ্ল্যান’ ফাঁস

নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াতে শুরু করে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেজ। এই পেজ থেকে ঘটনার একদিন আগে দেওয়া এক স্ট্যাটাসে ভবিষ্যদ্বাণীর ভঙ্গিতে বলা হয়, “একটি স্কুল ভবন ধসে পড়বে, প্রাণ যাবে বহু শিশুর।”

পরে দুর্ঘটনার সঙ্গে ওই স্ট্যাটাসের মিল খোঁজার চেষ্টা করে অনেকে দাবি করেন— এটি হয়তো পূর্বাভাস ছিল। কিন্তু ফ্যাক্ট-চেকিংয়ে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র।

এএফপি বাংলাদেশের ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দিন শিশির জানান, এই পেজের সঙ্গে প্রকৃত ‘অ্যানোনিমাস’ হ্যাকারদের কোনো সম্পর্ক নেই।

এটি মূলত অনলাইন জুয়ার প্রচার পেজ, যা বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে— নাইজেরিয়া, যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং অজানা আরেকটি দেশ থেকে।

এই পেজ থেকে ভাইরাল হওয়া স্ট্যাটাসের ইংরেজি ভাষ্য ছিল সাধারণ ও অস্পষ্ট। কোথাও বাংলাদেশ বা উক্ত স্কুলের নাম উল্লেখ করা হয়নি।

পরে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন সেটিকে "সতর্কবার্তা বাস্তবায়ন" হিসেবে প্রচার করা হয়, যাতে পেজটির জনপ্রিয়তা বাড়ে।

এতে বিভ্রান্ত হয়ে অনেকেই সেটিকে অলৌকিক আগাম বার্তা ভাবতে শুরু করেন। ফলে পেজটির ফলোয়ার দ্রুত ২ লাখ থেকে ৩ লাখ ছাড়িয়ে যায়, এবং এরপর থেকেই তারা একের পর এক বাংলাদেশ সংক্রান্ত গুজব পোস্ট করতে থাকে— যার বেশিরভাগই ভবিষ্যদ্বাণীর মোড়কে ভীতি ছড়ানো ও জুয়া প্রমোশনের অংশ।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের পেজ ফলো করা বা শেয়ার করা আইন ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ।এতে একদিকে যেমন অনলাইন জুয়ায় আসক্তির সম্ভাবনা তৈরি হয়, অন্যদিকে ভবিষ্যদ্বাণী সাজার ছলে আতঙ্ক ছড়ানো হয়, যা জননিরাপত্তা ও নৈতিকতার জন্য হুমকিস্বরূপ।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে