ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

অবশেষে শেখ পরিবারের প্রথম সদস্য গ্রেপ্তার

২০২৫ জুলাই ২৫ ১০:২৯:৫৮
অবশেষে শেখ পরিবারের প্রথম সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, মন্ত্রী ও এমপিকে গ্রেপ্তার করা হলেও, এতদিন শেখ পরিবারের কাউকে স্পর্শ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দীর্ঘ নজরদারির পর অবশেষে প্রথমবারের মতো শেখ পরিবারের একজন সদস্য গ্রেপ্তার হলেন।

গত বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরা-কে গ্রেপ্তার করে র‌্যাব-১। পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে।আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।সেই সঙ্গে ছিলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান—“বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় শেখ হীরা সরাসরি জড়িত ছিলেন। তার নির্দেশেই রাজধানীর কোতয়ালী, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন স্থানে অস্ত্রসহ হামলা চালানো হয়।”

এই ঘটনায় ঢাকার একাধিক থানা ছাড়াও খুলনা ও গোপালগঞ্জে শেখ হীরার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। র‌্যাবের গোয়েন্দা নজরদারির পর, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে