ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

পর্দায় নয় বাস্তবে স্বামীর পরকীয়া ধরলেন জনপ্রিয় অভিনেত্রী

২০২৫ জুলাই ২৪ ২০:০৬:৫৮
পর্দায় নয় বাস্তবে স্বামীর পরকীয়া ধরলেন জনপ্রিয় অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য জীবনের টানাপোড়েন এবার এসেছে প্রকাশ্যে। আট মাস ধরে স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হলেও এতদিন সন্তানদের স্বার্থে আইনি পথে যাননি রিয়া। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনায় তিনি বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ভারতীয় এক গণমাধ্যমকে রিয়া বলেন, “অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে আসত। কিন্তু গত কয়েক মাসে তা কমে যায়। তখন থেকেই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, এরপর আর চুপ থাকতে পারি না।”

রিয়ার অভিযোগ, তার স্বামীর এক পরকীয়া প্রেমিকা আছেন যিনি নিয়মিত দমদম ক্যান্টনমেন্টের তাদের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন এবং মাঝে মধ্যে সেখানে রাতও কাটান। রিয়া জানান, অসুস্থ শাশুড়ির অনুরোধে সন্তানদের নিয়ে বাড়িতে গেলে তিনি বিষয়টি firsthand জানতে পারেন।

রিয়া বলেন, “ঘরের ভেতরে ওই নারীর ব্যক্তিগত জিনিসপত্রও আমি দেখেছি। আমার শ্বশুর তাকে মেনে নিয়েছেন বলেও শুনেছি। এটা খুবই অপমানজনক।”

এছাড়া, রিয়া আরও অভিযোগ করেন যে অরিন্দম এখন আপস বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন, এবং দাবি করছেন যে ছেলেমেয়েরা তার কাছেই থাকবে, অথচ রিয়াকে কোনো খোরপোষ দেবেন না।

চোখের জল সামলে রিয়া বলেন, “আমার ছেলেমেয়েকে আমি কিছুতেই ছাড়তে পারব না। তারা যেন একটি নিরাপদ ও ভালো পরিবেশে বড় হয়, সেটাই আমার চাওয়া।”

অর্থনৈতিকভাবে আবারও নিজের অবস্থান গড়ে তুলতে চান রিয়া। তিনি জানান, “টাকা-পয়সা দরকার। চেষ্টা করছি শিগগিরই যেন কোনো ধারাবাহিকে ফিরতে পারি।”

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে