ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

একাদশে ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচী

২০২৫ জুলাই ২৫ ১০:৪৫:০৩
একাদশে ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচী

নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এই বছরও তিন ধাপে ভর্তি আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে। প্রথম ধাপের ফল ২০ আগস্ট রাত ৮টায় প্রকাশ করা হবে। পরবর্তী দুই ধাপে আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশ শেষে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

নীতিমালা অনুযায়ী, ভর্তি প্রক্রিয়ায় ৭ শতাংশ কোটা রাখা হয়েছে, যার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরা এ কোটা সুবিধা পাবেন। নাতি-নাতনিদের জন্য কোনো কোটা নেই। মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী না পাওয়া গেলে খালি আসনে মেধার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচী:

৩০ জুলাই থেকে ১১ আগস্ট: প্রথম ধাপে আবেদন

১২ আগস্ট: আবেদন যাচাই ও বাছাই

১৩-১৪ আগস্ট: খাতা চ্যালেঞ্জের সুযোগ

১৫ আগস্ট: কলেজ পছন্দক্রম পরিবর্তন

২০ আগস্ট রাত ৮টায়: প্রথম ধাপের ফলাফল প্রকাশ

২২ আগস্ট: প্রথম ধাপের নিশ্চয়ন শুরু

২৮ আগস্ট: প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

২৯-৩০ আগস্ট: দ্বিতীয় ধাপের নিশ্চয়ন

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর: তৃতীয় ধাপে আবেদন

৩ সেপ্টেম্বর: দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় ধাপের ফল প্রকাশ

৪ সেপ্টেম্বর রাত ৮টা: তৃতীয় ধাপের নিশ্চয়ন শেষ

৫ সেপ্টেম্বর: চূড়ান্ত মাইগ্রেশনের ফল প্রকাশ

৭-১৪ সেপ্টেম্বর: চূড়ান্ত ভর্তি

১৫ সেপ্টেম্বর: ক্লাস শুরু

আবেদন ফি বেড়েছে; এ বছর ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের ১৫০ টাকার থেকে ৭০ টাকা বেশি।

ভর্তি হবে শুধুমাত্র এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে; কোনো পরীক্ষা বা লটারি হবে না। তবে ঢাকার নটর ডেম কলেজসহ কিছু প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে শিক্ষার্থী ভর্তি করবে।

পছন্দক্রমে শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য এক প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে। এই ভর্তি কার্যক্রম ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় অনলাইনে সম্পন্ন হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে