ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দিল্লিতে ধাক্কা খেল আওয়ামী লীগ

২০২৫ জুলাই ২৪ ১৬:১১:২৬
দিল্লিতে ধাক্কা খেল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী দিল্লিতে ‘বাংলাদেশে গণহত্যা’ বিষয়ক এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ও সাবেক মন্ত্রীরা।

ভারতীয় শীর্ষ দৈনিক হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। আয়োজক ছিল ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ)’ নামের একটি প্রায় অজানা ও বিতর্কিত সংগঠন।এই সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ আলী সিদ্দিকী নামের এক ব্যক্তি নিজেকে যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দেন।

সিদ্দিকীর ভাষ্য অনুযায়ী, সম্মেলনে আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাবেক নেতা ও মন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল। তারা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও দেশের কথিত গণহত্যা নিয়ে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে সাংবাদিকরা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর হঠাৎ আয়োজকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

সিদ্দিকী বলেন, “এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যেহেতু অনেক শিশু নিহত হয়েছে, তাদের স্মরণে এবং পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ সম্মেলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন তারিখ পরে জানানো হবে।”

প্রতিবেদনে আরও জানা যায়, গত কয়েক দিনে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার দিল্লি সফর নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়। সফরকারীদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম উল্লেখ করা হয়েছে। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল।

দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে, আগামী ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে প্রতিবেশী দেশের মাটিতে এমন বিতর্কিত আয়োজনকে ‘দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য স্পর্শকাতর’ হিসেবে দেখা হচ্ছে।

ভারত সরকার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে