ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

ইপিএস প্রকাশ করবে ১৭ প্রতিষ্ঠান

২০২৫ জুলাই ২৪ ১৭:৪৯:৩৩
ইপিএস প্রকাশ করবে ১৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ম্যারিকো, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বার্জার পেইন্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক এবং ইউনিয়ন ক্যাপিটাল ।

কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টস ও ম্যারিকো ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের এবং ফাস ফাইন্যান্স (জানুয়ারি-মার্চ’২৫) প্রথম ও ৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়া বাকি কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

নিম্নে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ জানানো হলো-

২৯ জুলাই

সাউথইস্ট ব্যাংকের বিকাল ৩টায়।

ডাচ্-বাংলা বিকাল ৩টায়।

প্রাইম ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বিকাল ৪টায়।

বার্জার পেইন্টসের বিকাল ৪টায়।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়।

রেকিট বেনকিজার বিকাল পৌনে ৫টায়।

ম্যারিকোর বিকাল ৫টায়।

ইউনিয়ন ক্যাপিটালের বিকাল ৫টায়।

৩০ জুলাই

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের বিকাল পৌনে ৩টায়

সোনারবাংলা ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়।

ফাস ফাইন্যান্সের বিকাল ৩টায়।

সিকদার ইন্স্যুরেন্সের বিকার সাড়ে ৩টায়।

শাহজালাল ইসলামী ব্যাংকের বিকাল ৪টায়।

সানলাইফ ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায়।

আইএফআইসি ব্যাংকের বিকাল ৫টায়।

পূবালী ব্যাংকের সন্ধ্যা ৬টায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে