ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

সিএসইতে নাটকীয় টার্নওভার: দুই কোম্পানির লেনদেনে উল্লম্ফন

২০২৫ জুলাই ২৪ ১৬:৩৬:৪৭
সিএসইতে নাটকীয় টার্নওভার: দুই কোম্পানির লেনদেনে উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনে দেখা গেছে ব্যতিক্রমী গতি। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে সাড়ে ৮ গুণ, যা বিনিয়োগকারী ও বিশ্লেষকদের মধ্যে বিস্ময় ও আগ্রহ সৃষ্টি করেছে। লেনদেনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সূচক এবং বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে, যা ঢাকার বাজারের ঠিক বিপরীত চিত্র।

আজ সিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৫৬ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা, যেখানে আগের দিনের লেনদেন ছিল ৬ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার টাকা। অর্থাৎ একদিনেই লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা—এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সিএসইতে লেনদেনে সবচেয়ে বড় প্রবৃদ্ধি।

এই লেনদেন বৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল দুই কোম্পানি—বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়াম এবং খাদ্য খাতের লাভেলো আইসক্রীম। আজ মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৫ লাখ টাকা, আর লাভেলোতে ১৭ কোটি ৫৮ লাখ টাকা। এই দুই কোম্পানির সম্মিলিত লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৩ লাখ টাকা, যা আজকের মোট লেনদনের প্রায় ৮৪ শতাংশ।

সাধারণভাবে সিএসইতে দৈনিক লেনদেন ১০ কোটি টাকার নিচে থাকে। চলতি সপ্তাহেও বাজারটি ৮ কোটির গণ্ডি পেরোয়নি। সেই তুলনায় আজকের এই বড় লেনদেন বাজারে ‘চমক’ হিসেবেই দেখা দিয়েছে। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে আলোড়ন তুলেছে এবং বাজার বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিশ্লেষকদের মতে, এমন হঠাৎ লেনদেন বৃদ্ধির পেছনে থাকতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা, বড় অর্ডার কিংবা কোম্পানি সংক্রান্ত কোনো খবর। যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে এতে বাজারে স্বল্পমেয়াদে ইতিবাচক সেন্টিমেন্ট সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা।

তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন—মৌলভিত্তি দুর্বল থাকলে এ ধরনের অস্বাভাবিক লেনদেন বেশিদিন স্থায়ী হয় না। যদি এটি গুজব বা কৃত্রিমভাবে তৈরি হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। তাই তারা বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন, হঠাৎ উত্থানে প্রলুব্ধ না হয়ে তথ্যভিত্তিক ও সচেতন সিদ্ধান্ত নিতে।

তবে আশার দিক হচ্ছে— দুই কোম্পানিই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। বিশেষ করে মেঘনা পেট্রোলিয়াম নিয়মিত উচ্চ ডিভিডেন্ড প্রদানের জন্য পরিচিত এবং এটি দেশের শীর্ষ ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর একটি হিসেবে বিবেচিত। ফলে অনেক বিনিয়োগকারী এটিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য নিরাপদ বলেও দেখছেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে