ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সতর্কতা জারি

২০২৫ জুলাই ২০ ১৮:১৫:৪০
জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সাইবার হুমকির সতর্কতা জারি করেছে গুগল। বিশ্বের প্রায় ১৮০ কোটির বেশি সক্রিয় জি-মেইল ব্যবহারকারীকে সাবধান করে প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, অত্যন্ত কৌশলী উপায়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। আরও আশঙ্কার কথা হলো, গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী জিমিনি (Gemini)-কেও এই কাজে বিভ্রান্ত করছে হ্যাকাররা, ফলে অনেক সময় ব্যবহারকারীদের কাছে কোনও সতর্ক বার্তাও পৌঁছাচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকাররা এখন এমন ই-মেইল পাঠাচ্ছে যা দেখতে একেবারেই নিরীহ বা জরুরি বাণিজ্যিক বার্তার মতো। মূল বার্তার মধ্যে ফন্ট সাইজ শূন্য করে এবং সাদা রঙের ‘অদৃশ্য লেখা’ যুক্ত করে পাঠানো হচ্ছে বিশেষ ধরনের কোড। যা এআই সামারি ফিচারে ধরা পড়ছে না। ব্যবহারকারীরা যখন জিমিনিকে বলেন, “Summarize this email”, তখন সেই অদৃশ্য বার্তাটিও পড়ে শোনায় জিমিনি। এতে ‘গুগল সাপোর্ট’-এর নামে ভুয়া ফোন নম্বর, পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ কিংবা ভুয়া লিংক যুক্ত থাকে, যা বিশ্বাস করে ব্যবহারকারী সহজেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।

হ্যাকাররা কীভাবে করছে প্রতারণা?

মেইলগুলো এমনভাবে তৈরি করা হয়, যাতে দেখতে নিরাপদ বা জরুরি মনে হয়।

সাদা ফন্ট ও শূন্য সাইজে লেখা হয় মেইলের মধ্যে ক্ষতিকর বার্তা।

গুগলের জিমিনি এআই এই লুকানো বার্তাও সামারি হিসেবে পড়ে ফেলছে।

এতে থাকে ভুয়া সাপোর্ট নম্বর, জরুরি নিরাপত্তা বার্তা বা ক্লিকযোগ্য লিংক।

ব্যবহারকারীরা না বুঝেই এসব নম্বরে কল করছেন বা ক্ষতিকর লিংকে ঢুকছেন।

কীভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে?

গুগল ও সাইবার বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ সচেতনতা মানলে এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

✅ জিমিনির সামারিতে যদি “Urgent Security Warning” বা “Password Change Required” আসে, সঙ্গে সঙ্গে সন্দেহ করুন।

✅ গুগল কখনোই আপনাকে এআই দিয়ে পাসওয়ার্ড বদলাতে বলবে না।

✅ সামারিতে যাই বলা হোক না কেন, মেইলটি নিজ হাতে পড়ে দেখুন।

✅ কোনো সাপোর্ট নম্বর বা লিংক দেওয়া থাকলে গুগলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিন।

✅ ফিশিং বা সন্দেহজনক মেইল “Report phishing” করে গুগলে রিপোর্ট করুন।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে যেভাবে হ্যাকাররা প্রতারণার নতুন পথ বের করছে, তা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, বরং প্রযুক্তির নির্ভরযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলছে। বিশেষ করে এআইভিত্তিক চ্যাটবট ব্যবহারে সতর্ক না হলে সাধারণ ব্যবহারকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে