ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১২৫ বিমান নিয়ে ইরানে একযোগে হামলা

২০২৫ জুন ২৩ ১৬:১৬:০৫
১২৫ বিমান নিয়ে ইরানে একযোগে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২৩ জুন) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে এক ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে। এই অভিযানে অন্তত ১২৫টি মার্কিন বিমান অংশ নেয়, যার মধ্যে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান সহ বিভিন্ন ট্যাংকার, নজরদারি ড্রোন ও যুদ্ধবিমান ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, সাতটি বি-২ বোমারু বিমান প্রতিটি দুটি করে ৩০ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা বহন করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স (সাবেক টুইটার) ও ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা ফোরদো, নাতানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি। আমাদের সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”

এই হামলার জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি ইসরায়েলকে অভিযানে সহায়তার জন্য ‘জায়োনিস্ট শত্রু’ হিসেবে উল্লেখ করে বলেন, “তারা বড় ভুল ও গুরুতর অপরাধ করেছে। তাদের শাস্তি দিতে হবে এবং তা শুরু হয়ে গেছে।” তার পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করা হয়েছে, যাতে আগুনে পুড়ে যাওয়া খুলির ওপর ডেভিড তারকার প্রতীক আঁকা—যা ইসরায়েলের প্রতীক হিসেবে পরিচিত।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকরা অন্তর্ভুক্ত ছিলেন। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলে ২১ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে