ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

লাইফ সার্পোটে অভিনেত্রী অঞ্জনা

২০২৫ জানুয়ারি ০২ ১০:০৫:২৬
লাইফ সার্পোটে অভিনেত্রী অঞ্জনা

বিনোদন ডেস্ক : টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

অঞ্জনার অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি।

এদিকে হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন জ্বরে আক্রান্ত ছিলেন এ নৃত্যশিল্পী। ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না তার। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনা রহমানকে।

উল্লেখ্য, দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী অঞ্জনা রহমান নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় অভিনেত্রী তিনি। এখন পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা রহমান।

এস/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে