ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ১১ হাজার কোটি টাকার করছাড়: দেশের অর্থনীতিতে বড় প্রভাব

২০২৫ জানুয়ারি ০৬ ১৬:৫৭:৪০
শেয়ারবাজারে ১১ হাজার কোটি টাকার করছাড়: দেশের অর্থনীতিতে বড় প্রভাব

নিজস্ব প্রতিবেদক : দেশে শেয়ারবাজারে সবচেয়ে বেশি করছাড় দেওয়া হয় মূলধনি আয়ের ওপর, যার পরিমাণ প্রায় ১১ হাজার ২৪৬ কোটি টাকা প্রতি বছর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ২০২১-২২ অর্থবছরের হিসাব প্রকাশ করে এ তথ্য জানায়। এই প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য করপোরেট করের হার ২০ থেকে ২৫ শতাংশ, যা অন্যদের থেকে অনেক কম। এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কর হার ৩৭.৫ শতাংশ এবং তালিকাভুক্ত না থাকলে সেই হার ৪০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।

২০২১-২২ অর্থবছরে সবচেয়ে বেশি করছাড় পাওয়া পাঁচটি খাতের মধ্যে শেয়ারবাজার প্রথম অবস্থানে রয়েছে। এরপর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, সমাজকল্যাণ প্রতিষ্ঠান, জ্বালানি ও বিদ্যুৎ খাত এবং তৈরি পোশাক খাতের অবস্থান। এই পাঁচটি খাতের জন্য মোট করছাড় প্রায় ৩২ হাজার কোটি টাকারও বেশি।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, তবে তাদের একটি শর্ত হলো করছাড় কমাতে হবে। ২০২৭ সালের মধ্যে বাংলাদেশকে করছাড়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এনবিআর এখন সেই শর্ত পূরণের জন্য কাজ শুরু করেছে।

এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম বলছেন, করছাড় অবশ্যই কমানো উচিত, কারণ দীর্ঘদিন ধরে যে পরিমাণ করছাড় দেওয়া হচ্ছে, তা বিনিয়োগের উৎসাহ দিতে সফল হয়নি।

এনবিআরের প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মোট ১ লাখ ১৫ হাজার ৫৬ কোটি টাকার করছাড় দেওয়া হয়েছে, যার মধ্যে করপোরেট কর ছাড়ের পরিমাণ ৭১ হাজার ৩৯৪ কোটি টাকা এবং ব্যক্তিশ্রেণির আয়করে ছাড় ছিল ৪৩ হাজার ৬৬২ কোটি টাকা।

এনবিআরের হিসাব মতে, করছাড় না দিলে দেশের জিডিপি প্রায় ৩ শতাংশ বাড়ত।

কেএইচ

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে