ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

চলচ্চিত্র জগতে শোকের ছায়া: মারা গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী

২০২৫ জানুয়ারি ০৪ ০২:০৪:৩১
চলচ্চিত্র জগতে শোকের ছায়া: মারা গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই। শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

অঞ্জনা রহমান দীর্ঘ ১০ দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি প্রায় ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। কোনো ওষুধেই জ্বর কমছিল না। পরে তার রক্তে সংক্রমণ ধরা পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের চলচ্চিত্র জগতে অঞ্জনা রহমান ছিলেন এক অনন্য নাম। তিনি নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে চিত্রনায়িকা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে তুলে ধরেন। তার অভিনীত সিনেমার সংখ্যা তিন শতাধিক। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

তার প্রয়াণে দেশের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। একজন গুণী শিল্পীর বিদায়ে চলচ্চিত্র অঙ্গন হারালো এক উজ্জ্বল নক্ষত্র।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে