ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

আর্থিক প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় পেল পাওয়ারগ্রীড

২০২৫ জানুয়ারি ০৭ ১২:০৯:৩০
আর্থিক প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় পেল পাওয়ারগ্রীড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ারগ্রীড কোম্পানি অব বাংলাদেশ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় পেয়েছে।

কোম্পানিটির আবেদনের ভিত্তিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সময় দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে, কোম্পানিটি আগেই ঘোষণা করেছে আগামী ১৬ জানুয়ারি এর পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ৩০ জুন, ২০২৪ শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আগামী ১৬ জানুয়ারির বৈঠকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে