ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের ব্যাংকের মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি

২০২৫ জানুয়ারি ০৩ ০৭:২৩:৩৫
শেয়ারবাজারের ব্যাংকের মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংকের সদ্য সমাপ্ত ২০২৪ সালের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। এরমধ্যে অনেক ব্যাংকের মুনাফায় রেকর্ড প্রবৃদ্ধি দেখা গেছে।

মুনাফার তথ্য পাওয়া ব্যাংকগুলো হলো-ওয়ান, ব্র্যাক, সিটি, ডাচ-বাংলা, প্রাইম, ব্যাংক এশিয়া, ইস্টার্ন, এক্সিম, এমটিবি, শাহজালাল, মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংক।

ব্যাংকগুলোর মধ্যে পরিচালন মুনাফা প্রবৃদ্ধির দিক এগিয়ে রয়েছে ওয়ান ব্যাংক। এর পরিচালনা মুনাফা বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩০ শতাংশ। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক ৭২ শতাংশ এবং সিটি ব্যাংক ৬৯ শতাংশ। কেবল ২০২৪ সালে প্রিমিয়ার ব্যাংকের মুনাফা কমেছে।

ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।

ওয়ান ব্যাংক: ২০২৪ সালে ৮৩০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ওয়ান ব্যাংক। ২০২৩ সালে ব্যাংকটির এ মুনাফা ছিল ৩৬১ কোটি টাকা। সে হিসাবে সদ্য বিদায়ী বছরে ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১২৯.৯১ শতাংশ।

ব্র্যাক ব্যাংক: ২০২৪ সালে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। ২০২৩ সালে ব্যাংকটির এ মুনাফা ছিল ১ হাজার ৩৯৩ কোটি টাকা। সে হিসাবে ব্র্যাক ব্যাংকের পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৭২.২৯ শতাংশ।

সিটি ব্যাংক: আগের বছরের তুলনায় ২০২৪ সালে ৬৯.৫৩ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক। ২০২৩ সালে প্রথম প্রজন্মের এ বেসরকারি ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৩৪৯ কোটি টাকা। গত বছর এ মুনাফা বেড়ে ২ হাজার ২৮৭ কোটি টাকায় ঠেকেছে। ব্যাংকটির ইতিহাসে এটিই পরিচালন মুনাফার সর্বোচ্চ রেকর্ড।

ডাচ্‌-বাংলা ব্যাংক: পরিচালন মুনাফায় ৬১.৭১ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকও। গত বছর ব্যাংকটি ২ হাজার ২৮৫ কোটি টাকার পরিচালন মুনাফা পেয়েছে। যেখানে ২০২৩ সালে ডাচ্-বাংলার পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৪১৩ কোটি টাকা।

অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে ২০২৪ সালে ব্যাংক এশিয়া ১ হাজার ৭০০ কোটি, ইস্টার্ন ব্যাংক ১ হাজার ৬৭৫ কোটি, প্রাইম ব্যাংক ১ হাজার ৫০০ কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ১ হাজার ১১০ কোটি, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ১ হাজার ৫০ কোটি, এক্সিম ব্যাংক ৯৭৫ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৮৫০ কোটি, ওয়ান ব্যাংক ৮৩০ কোটি ও মার্কেন্টাইল ব্যাংক ৬৪৪ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।

এদিকে, প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা ২০২৩ সালে ছিল ৯১৪ কোটি টাকা। যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৮৫০ কোটিতে। এতে দেখা যায়, ব্যাংকটির পরিচালন মুনাফা কমে গেছে ৭ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে